1. banglapostbd@gmail.com : admin :
  2. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
  3. admin@purbabangla.net : purbabangla :
সুনামগঞ্জে মরমী সাধক সুন্দর আলী শাহ স্মরণে ওরশ মোবারক সম্পন্ন - পূর্ব বাংলা
শনিবার, ১০ মে ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
 পতেঙ্গার নাজির পাড়াবাসীর উদ্যোগে মাদক ও জুয়া বিরোধী বিক্ষোভ মিছিল     চট্টগ্রামে বিশ্ব গণমাধ্যম দিবস পালন সাংবাদিক মরহুম এ কে এম মকছুদ আহমেদের স্মরণে ফাতেহা ও জিয়াফতে সর্বস্তরের মানুষের উপস্থিতি বৃষ্টির অপেক্ষায় হালদার কার্প জাতীয় মা মাছ লন্ডনে সাংবাদিক ও সংগঠক ওসমান গণি মনসুর সম্বর্ধিত রাউজানে মহামুনিতে সৃজনশীল সাহিত্য সেবী সংগঠন পলিমাটির বর্নাঢ্য আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পন্ন ব্যবসায়ীকে একের পর এক মামলায় ফাঁসানোর অভিযোগে ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন দেশে গ্যাস সিস্টেম লসে বছরে আর্থিক ক্ষতি  বিলিয়ন ডলার মে দিবসের অঙ্গীকার হোক বৈষম্যহীন কাজ করার নিশ্চয়তা চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ সয়াবিন তেল জব্দ

সুনামগঞ্জে মরমী সাধক সুন্দর আলী শাহ স্মরণে ওরশ মোবারক সম্পন্ন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৪১৫ বার পড়া হয়েছে

আল-হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে মরমী সাধক সুন্দর আলী শাহ স্মরণে এলাকাবাসীর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও ওরশ মোবারক সম্পন্ন হয়েছে। ১০ মার্চ বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের আক্তাপাড়া গ্রামে নিজ মোকাম প্রাঙ্গনে এ উপলক্ষে দোয়া,জিকির, তবারক বিতরন ও বাউল গানের আয়োজন করা হয়। এতে দোয়া ও জিকির পরিচালনা করেন সুন্দর আলী শাহর শিষ্য সিরাজুল ইসলাম,আয়না মিয়া,বাউল আলাউদ্দিন,লুৎফুর রহমান,ফিরিজ আলী,ছিতমা বেগম,কাঙ্গাল মিয়া ও আনছারুল হকসহ স্থানীয় ভক্ত আশেকানগন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা গীতিকার ফোরামের সভাপতি গীতিকার বাউল শাহজাহান সিরাজ। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ সুনামগঞ্জ এর প্রতিষ্ঠাতা আহবায়ক সাংবাদিক বাউল আল-হেলাল। স্বাগত বক্তব্য রাখেন সাধক সুন্দর আলী শাহর বিধবা স্ত্রী বাউল শিল্পী কলছুমা বেগম। পরে রাতব্যাপী বাউল গানের আসরে সুনামগঞ্জের পঞ্চরতœ বাউল যথাক্রমে বৈষ্ণব কবি রাধারমন দত্ত,মরমী কবি হাছন রাজা,গানের স¤্রাট বাউল কামাল পাশা,বাউল স¤্রাট শাহ আব্দুল করিম ও জ্ঞানের সাগর দূর্বিণ শাহ রচিত সংগীত পরিবেশন করেন বাউল শিল্পী রণেশ ঠাকুর,বাউল শাহজাহান সিরাজ,বাউল আল-হেলাল,পাগল আনোয়ার,মোঃ আমির উদ্দিন,সুমি আক্তার, সুমনা আক্তার ও নূর মোহাম্মদসহ আমন্ত্রিত ও স্থানীয় শিল্পীবৃন্দ। উল্লেখ্য মরমী সাধক সুন্দর আলী শাহ ১৪১৭ বাংলার ৩১ ভাদ্র নিজগ্রামে মৃত্যুবরন করেন। এরপর থেকে তার বিধবা স্ত্রী ও সন্তানদের উদ্যোগে গত ১১ বছর যাবৎ সুনামগঞ্জের হারিয়ে যাওয়া মরমী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এই মরমী সাধকের স্মরণে ওরস উৎসবের আয়োজন করে যাচ্ছেন তার পরিবারবর্গরা। মরমী সাধক সুন্দর আলী শাহ জীবদ্ধশায় একজন গীতিকার,বাউল শিল্পী ও মরমী সাধক হিসেবে অনুরুপভাবে ওরস অনুষ্ঠান পালন করতেন। সভায় বক্তারা মরমী সাধক সুন্দর আলী শাহর মাজার ও তার পরিবারের উন্নয়নে সরকারকে এগিয়ে আসার আহবান জানান। তারা বলেন,সুন্দর আলীর বিধবা স্ত্রী কলছুমা বেগম জেলার একজন প্রবীণ বাউল শিল্পী। তাঁকে সংস্কৃতি মন্ত্রণালয়ের ভাতা প্রদান করত: সকল সাংবিধানিক সহায়তা ও স্বীকৃতি দানের জন্য আমরা সুনামগঞ্জ জেলা প্রশাসনের প্রতি আহবান জানাই।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla