ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৬তম আসরে রাশেদ বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। গতবারের আসরেও তিনি রাশেদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন।
আজ শুক্রবার ২৫ এপ্রিল বিকেল ৪টায় নগরের লালদীঘি মাঠের মঞ্চে এ প্রতিযোগিতায় অংশ নেন ১২০ জন বলী।
আসর শুরু আগেই নানা বয়সী দর্শকদের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে যায় লালদীঘির ময়দান।
এ প্রতিযোগিতার উদ্বোধনী আয়োজনে সংক্ষিপ্ত বক্তব্য দেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এই সময় বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনেয়াজ কবীর ও সাবেক পাথরঘাটা ওয়ার্ড কমিশনার ইসমাইল কমিশনার ইসমাইল বালি।
জানা গেছে, ১৯০৯ সালে চট্টগ্রামের ব্যবসায়ী আব্দুল জব্বার সাওদাগর এ বলী খেলার সূচনা করেন। সেই থেকে প্রতি বছরের বৈশাখ মাসের ১২ তারিখ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।
এদিকে জব্বারের বলীখেলাকে ঘিরে লালদীঘির পাড়ে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এ জনপদের সবচেয়ে বড় লোকজ মেলা। চলবে আগামী কাল পর্যন্তও।