কেফায়েত উল্লাহ কায়সার
নগরীর হালিশহর বি ব্লক রোড যেন চলাচলের অযোগ্য এক পথ। দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়কটি এখন খানাখন্দে ভরা, কোথাও কোনো পিচ ঢালাই আর ইট পাথরের আস্তরের অস্তিত্বও নেই। তাই সড়কটি কাঁদামাটিতে পরিণত হয়েছে।
এই বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠে। একটু বৃষ্টি হলেই রাস্তাজুড়ে জমে থাকে পানি। হাঁটতে গিয়ে দুর্ভোগে পড়েন পথচারীরা, আর যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের ভোগান্তি সীমাহীন।
স্থানীয় বাসিন্দারা জানান, বারবার অভিযোগ করেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি সিটি করপোরেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে গত কয়েকদিন আগে কিছু অংশে ইট দেয়া হলেও তা খুব বেশি কার্যকর নয়।
বিগত কয়েক বছর ধরে কোনো ধরনের সংস্কার হয়নি রাস্তাটিতে।স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন বলেন, ‘প্রতিদিন এই রাস্তা দিয়ে চলতে হয়। পায়ে হেঁটে যেতে কষ্ট হয়, রিকশাও চলতে চায় না। অনেক সময় ভাড়া দ্বিগুণ নিতে হয়।’
এই রোড দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। এমন দুরবস্থায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত সংস্কারের মাধ্যমে রাস্তাটি সচল করে তুলুক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।