সমীরণ বড়ুয়া
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই উপ – কেন্দ্র লেকে গত দুই মাসে ৭০ হাজার বর্গফুট কারেন্ট জাল জব্দ করেছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, গত ৩০ জুন মৎস্য উপ – কেন্দ্র চত্বরে নৌপুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে এ জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই উপ – কেন্দ্রের উপ – ব্যবস্থাপক জসিম উদ্দিন এ প্রতিবেদককে জানান, গত ২ মাসের ব্যবধানে রাঙ্গামাটি পার্বত্য জেলার, ভাইবোনছড়া, হরিণ ছড়া মুখ, বিলাইছড়ি উপজেলার হাজরাছড়ি, কেরানছড়ি,বহালতলী, এবং রাঙামাটি সদর উপজেলার গবাঘোন্,বড়াদন,মাইচ্ছো ঘোনা,সিলেটি পাড়া, গোদাপাহাড়,দোখাইয়া পাড়া,জীবতলী,কাটাখালসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে। তাছাড়া ও সুতার জাল এবং মাছ ধরার কাজে নিয়োজিত ইঞ্জিন চালিত নৌকা ও সাধারন কাঠের নৌকা জব্দ করা হয়।