1. banglapostbd@gmail.com : admin :
  2. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
  3. admin@purbabangla.net : purbabangla :
কাল ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন বন্ধ - পূর্ব বাংলা
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৩১ সদস্য বিশিষ্ট ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন’ চট্টগ্রাম মহানগর কমিটি গঠন রাঙ্গামাটি ও কাপ্তাইয়ে মৎস্য উন্নয়ন কর্পোরেশনের অভিযান অব্যাহত ৭০ হাজার বর্গফুট নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার হালিশহরে কোটি টাকার মদ উদ্ধার,  চোরাচালান রয়ে গেছে এখনো প্রতিষ্ঠা বার্ষিকীতে জমজমাট দৃশ্যছায়া’র আনন্দ সভা আইএইচআরসি বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের প্রেসিডেন্ট পদে পুনর্নিয়োগ পেলেন এম এ হাশেম রাজু কাল ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন বন্ধ চলাচল অযোগ্য হালিশহর বি ব্লক রোড নান্দাইলে পয়েন্টসম্যান বিচার চেয়ে ট্রেন আটকালেন এলাকাবাসী নান্দাইলে মেধাবী ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করাটাই ঈমানদারের সর্বোচ্চ সফলতা – অধ্যক্ষ নুরুল আমিন

কাল ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন বন্ধ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

কাল মঙ্গলবার (১ জুলাই) ব্যাংক হলিডে পালিত হবে। এ উপলক্ষ্যে কাল ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। এ দিন বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সূত্র জানিয়েছে, প্রতিবছর ১ জুলাই দেশের ব্যাংক খাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ হিসেবে বিবেচিত হয়। এ সময় ব্যাংকগুলো ছয় মাসের হিসাব-নিকাশ মিলিয়ে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। এই কাজের সুবিধার্থে দিনটি ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়।

বছরের মাঝপথে অর্থাৎ ১ জুলাই ব্যাংকগুলো তাদের বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। এটি একটি সময়সাপেক্ষ ও গুরুত্বপূর্ণ কাজ। এ সময় ব্যাংক কর্মকর্তারা যেন নির্বিঘ্নে অভ্যন্তরীণ হিসাব ও প্রশাসনিক কাজ করতে পারেন, তাই এদিন গ্রাহকদের সব ধরনের লেনদেন বন্ধ থাকে।

এদিন ব্যাংকের কোনো শাখা থেকে টাকা জমা বা উত্তোলন করা যাবে না। বন্ধ থাকবে চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে অর্ডার, এটিএম ট্রানজেকশন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনসহ যাবতীয় কার্যক্রম।

তবে বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের প্রধান কার্যালয় ও কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। এসব অফিসে শুধুমাত্র প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত কার্যক্রম চলবে।

অন্যদিকে ব্যাংক হলিডের কারণে দেশের দুই স্টক এক্সচেঞ্জ- ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এও লেনদেন হবে না। কেননা শেয়ারবাজারের প্রায় সব লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে ব্যাংক বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই পুঁজিবাজারের কার্যক্রমও বন্ধ রাখা হয়।

উল্লেখ্য, প্রতিবছর ৩১ ডিসেম্বরও একইভাবে বার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরির জন্য ব্যাংক হলিডে পালিত হয়। তখনও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয় ব্যাংক ও শেয়ারবাজারে।

শেয়ার করুন-
More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla