পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুরকে প্রত্যাহারের পর তার স্থলাভিষিক্ত হয়েছেন চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা। ৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে দায়িত্ব গ্রহণ করেছেন যুযুৎসু যশ চাকমা।
এর আগে, ১ জুলাই রাতে রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দীপংকর দে’কে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আটক করে পটিয়া থানায় সোপর্দ করে। এ সময় থানায় পুলিশের সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে শুরু হয় হাতাহাতি, সংঘর্ষ ও লাঠিচার্জ।
এ ঘটনার পরপরই ২ জুলাই সারাদিনব্যাপী ‘বৈষম্যবিরোধী ছাত্র জনতা’ সংগঠনের নেতৃত্বে থানা ঘেরাও ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। ফলে পুরো এলাকায় তীব্র যানজট ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জনসন্তোষ ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী, ২ জুলাই রাত সাড়ে ১০টার দিকে ওসি আবু জায়েদ মো. নাজমুন নুরকে তাঁর পদ থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।
৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদ পটিয়া থানায় উপস্থিত হয়ে নতুন ভারপ্রাপ্ত ওসি হিসেবে যুযুৎসু যশ চাকমাকে পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি চলমান পরিস্থিতি ও পুলিশের কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন।