কেফায়েত উল্লাহ কায়সার,
সম্পাদক – সাদা কাগজ।
চট্টগ্রাম নগরে এবার বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কিছুটা কম হতে পারে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দা ও নগর পরিকল্পনাবিদরা। কারণ, আগাম প্রস্তুতির অংশ হিসেবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খাল পরিষ্কার করেছে সিটি করপোরেশন, সিডিএ ও পানি উন্নয়ন বোর্ড।
নগরীর চাক্তাই, মহেশখাল, রাজাখালী ও শিকলবাহা খালসহ প্রায় সবকটি খাল থেকে কচুরিপানা, মাটি ও আবর্জনা অপসারণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, এবার বর্ষা শুরু হওয়ার আগেই খালগুলো পরিষ্কারের কাজ শেষ হওয়ায় পানি নিষ্কাশনে সহায়তা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশন ও সিডিএ সুত্রে জানা যায়, “গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা এ বছর আগেভাগেই খাল পরিষ্কারের উদ্যোগ নিই। এখন পর্যন্ত কাজ সন্তোষজনকভাবে সম্পন্ন হয়েছে।”
তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু খাল পরিষ্কার করলেই হবে না, নগরের ড্রেনেজ ব্যবস্থার সার্বিক উন্নয়ন প্রয়োজন। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের এক অধ্যাপক বলেন, “প্রতি বছরই বর্ষা আসার আগেই খাল পরিষ্কারের ঘোষণা আসে। তবে এটি যেন নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হয়, সেটা নিশ্চিত করতে হবে।”
এদিকে নগরবাসীও বলছেন, এবার বৃষ্টি হলেও আগের মতো জলাবদ্ধতা হচ্ছে না, যা কিছুটা স্বস্তির। তবে টানা ভারী বর্ষণ হলে পরিস্থিতি কেমন হবে, তা এখনই বলা যাচ্ছে না।