দৈনিক জনবাণী পত্রিকার চট্টগ্রাম বু্্যারো প্রধান, দৈনিক সাঙ্গুর স্টাফ রিপোর্টার ও চট্টগ্রাম রিপোর্টাস ফোরামের সদস্য মেহাম্মদ এরশাদ এর পিতা মোহাম্মদ ইমাম শরীফ ৫জুলাই শনিবার সকাল ৬.৩৭ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লিাহে…. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ৪ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে যান।
হাটহাজারী দক্ষিণ পাহাড়তলী নন্দীরহাট এলাকার ধোপারদীঘি পশ্চিমে হাজীপাড়া জামে মসজিদে বাদে জোহর মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে নিজ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিক এরশাদের পিতার মৃত্যুতে পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক এম. আলী হোসেন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদন জানান ।