হালিশহর থানা প্রতিনিধি
চট্টগ্রাম নগরীর হালিশহরের এ ব্লক ওয়াসার পানির ট্যাংকির পাশের ব্রিজ থেকে সীমান্তে কিছুক্ষণ হোটেল সংলগ্ন ব্রিজ পর্যন্ত খালপাড় সংলগ্ন একটি সড়ক নির্মাণ করা হয়েছে। তবে সড়কটিতে কোনো সড়কবাতি না থাকায় তা সন্ধ্যার পর সাধারণ মানুষের জন্য প্রায় অচল হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি দিয়ে দিনের বেলায় চলাচল স্বাভাবিক থাকলেও সন্ধ্যা নামলেই অন্ধকারে ঢেকে যায় পুরো এলাকা। নেই কোনো আলো, নেই কোনো নিরাপত্তা। ফলে নারী, শিশু ও বয়স্কদের জন্য এই রোডটি বিপজ্জনক হয়ে দাঁড়ায়। এরই মধ্যে কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কথাও জানিয়েছেন তাঁরা।
এলাকাবাসী বলছেন, খালপাড়ের পাশে হওয়ায় সড়কটি রাতে বেশ নির্জন হয়ে পড়ে। সন্ধ্যার পর থেকে কেউ কেউ চলাচলে ভয় পান, আবার কেউ কেউ বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হন।
এই বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, সড়কটিতে দ্রুত সড়কবাতি স্থাপন করে এটি জনসাধারণের জন্য নিরাপদ ও ব্যবহারযোগ্য করে তুলতে হবে।