জাতীয় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবে চব্বিশের জুলাই বিপ্লবে নিহত সকল শহীদদের স্মরণে কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব শৃঙ্খলা ও ব্যবস্থাপনা উপকমিটির আহবায়ক প্রবীণ সাংবাদিক মঈনদ্দীন কাদেরী শওকত। প্রেস ক্লাবের সিনিয়র সদস্য শাহনেওয়াজ রিটনের পরিচালনায়
১৬ জুলাই (বুধবার) সকাল ১১ টায় ক্লাবের ভিআইপি লাউঞ্চে অনুষ্ঠিত ২৪-এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ সাহসী সন্তানদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের অন্তবর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, সদস্য গোলাম মওলা মুরাদ, মিয়া মোহাম্মদ আরিফ, শহীদুল ইসলাম, সাইফ ল ইসলাম শিল্পী, হাসান মুকুল, সাইফুল আলম সিদ্দিকী, নিজাম উদ্দীন, মোহাম্মাদ তোহা, কামরুল হুদা, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম, কামাল পারভেজ, সাঈফী আনোয়ারুল আজীম, নজরুল ইসলাম, ইসমাইল ইমন ও মোহাম্মদ আজাদ, বজলুল হক, তৌহিদুল ইসলাম।
দোয়া মাহফিলে ২৪-এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে জীবন উসর্গকারী শহীদ আবু সাঈদ, ওয়াসিম আকরামসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতিসহ প্রেস ক্লাবের সকল অসুস্থ সদস্যদের বোগমুক্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।