আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নে পুকুর ঘাটে অভিযান চালিয়ে দুইটি অস্ত্র-গুলি ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।
১৭ জুলাই বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুসলিম আহমদের বাড়িতে এ অভিযান চালানো হয়।
এ ঘটনায় আব্দুল মজিদ (৪২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরুমচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত মুসলিম আহমদ চৌধুরীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুকুর ঘাটে লুকিয়ে রাখা ১টি দেশিয় এলজি ১টি তুরস্কের তৈরি একনলা বন্দুক, ৮ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, বরুমচড়া ইউনিয়নে এক ব্যক্তি নিজ বাড়িতে অস্ত্র তৈরি করে বিক্রি করার খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে বাড়ির পুকুর ঘাটে লুকানো অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার সহ আব্দুল মজিদকে গ্রেপ্তার করা হয়।
খবর নিয়ে জানা গেছে, আবদুল মজিদ বিশিষ্ট চিকিৎসক মুহাম্মদ হাসান ও সাজেন্ট মতিনের ছোট ভাই।