শিশু-কিশোর সংগঠন ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগরের বার্ষিক ম্যাগাজিন গ্রন্থ সুবাস এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েসে। ফুটন্ত ফুলের পরিচালক মুহাম্মদ আরিফুর ইসলাম ইরফানের সার্বিক তত্তবধানে সায়মন রহমান সিয়াম সুবাস’র সম্পাদনা করেন।
চট্টগ্রাম প্রেসক্লাবে সুবাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি ছিলেন, আবদুল করিম কুতুবী, ডালিম বড়ুয়া, অধ্যাপক নূ ক ম আকবর, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যাপক সৈয়দ মোঃ মোখতার উদ্দীন, কলামিস্ট এম এ সবুর, মাস্টার মুহাম্মদ আবুল হোসেন, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, অধ্যাপক কাজী আসিফ আশরাফী, মুহাম্মদ শিহাব উদ্দিন, মুহাম্মদ নুর রায়হান চৌধুরী। সুবাস গ্রন্থে রয়েছে ঐতিহ্য, প্রযুক্তির যথাযথ ব্যবহার, মূল্যবোধের শিক্ষা ও সাম্প্রতিক নানা বিষয়ের প্রবন্ধ-ছড়া। মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, জ্ঞানকে সম্মৃদ্ধ করতে পড়ার চর্চা বাড়াতে হবে। প্রতিযোগিতার জন্য পড়া নয়, বরণ জানতে নিজেকে ছড়িয়ে দিতে জ্ঞানকে সমৃদ্ধ করতে বই সহায়ক ভুমিকা রাখবে।