1. banglapostbd@gmail.com : admin :
  2. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
  3. admin@purbabangla.net : purbabangla :
ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস থাকাই হলো সাংবাদিকতা - পূর্ব বাংলা
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আনোয়ারায় পুকুর ঘাটে মিললো অস্ত্র ও গুলিসহ নগদ টাকা চট্টগ্রাম প্রেসক্লাবে ফুটন্ত ফুলের বার্ষিক স্বারক সুবাস’র মোড়ক উন্মোচন জ্ঞান সম্মৃদ্ধ করতে পড়ার চর্চা বাড়াতে হবে   জুলাই শহীদ দিবস উপলক্ষে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিশেষ ক্যাম্পেইন , শহীদ স্মরণে দোয়া মাহফিল ও বৃক্ষরোপন কর্মসুচী পালন করল বিআরটিএ চট্টগ্রাম জুলাই শহীদ স্মরণে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে আলোচনা সভা ও দোয়া মাহফিল গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ লেবার পার্টির জুলাই শহীদ দিবসে চট্টগ্রাম প্রেস ক্লাবে কুরআনখানি ও দোয়া মাহফিল চট্টগ্রামের মেয়ে মুমতাহিনা করিম মীমের অপূর্ব সাফল্য জুলাই শহীদ দিবস উপলক্ষে চট্টগ্রাম বিআরটিএ’র বৃক্ষরোপণ চট্টগ্রামে পাওনা টাকা ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন ব্রাইট বাংলাদেশ ফোরামের উদ্যোগে ২ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ

ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস থাকাই হলো সাংবাদিকতা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস থাকাটাই হলো সাংবাদিকতা।একজন সাংবাদিক একটি দলের নয়,  গোটা দেশ ও জাতির । অনলাইন সাংবাদিকতা ও প্রিন্ট সাংবাদিকতার মূল নীতি আদর্শ একই হলেও প্রচার ও প্রকাশনায় ভিন্ন ভিন্ন  রকম ফের রয়েছে। প্রিন্ট ভার্সন সংবাদ প্রকাশে সীমা আছে কিন্ত অনলাইল সাংবাদিকতা বিশাল ও বিকশিত। অনলাইন সংবাদে বিষয়ে কমেন্টসের মাধ্যমে অপসাংবাদিকারোধ করা যায়  কিন্ত প্রিন্ট ভার্সনে কৌশল ভিন্ন ও সহজ অপ্রতিরোধ্য। দিনভর অনলাইন সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় বিদগ্ধ আলোচকগণ এসব কথা বলেন।

আজ ২৩ ফেব্রুয়ারী সকাল ১০টা থেকে বিকাল ৬টা চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এই কর্মশালা হয়। চট্টগ্রামের নিবন্ধিত পত্রপত্রিকার সম্পাদকদের সংগঠক চট্টগ্রাম এডিটর ক্লাব এই কর্মশালার আয়োজন করেন। সংগঠনের সভাপতি ও সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক এম. আলী হোসেন এই সভায় সভাপতিত্ব করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ জনতা বাণীর সম্পাদক         মোহাম্মদ জিয়াউল হক সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন।  সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সভাপতি ও ইস্ট-ডেল্টা ইউনিভার্সিটি’র সাবেক উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান।

দিনের শুরুতে  কর্মশালার উদ্বোধন করেন ‘কমনওয়েলথ জার্নালিষ্টস এসোসিয়েশন (CJA)  বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব, চট্টগ্রাম এডিটরস ক্লাব’র প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক এবং ডেইলি পিপলস ভিউ’র প্রকাশক ও সম্পাদক ওসমান গনি মনসুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি ও বাংলাদেশ সংবাদ সংস্থা’র ব্যুরো প্রধান মোঃ শাহনেওয়াজ।

এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম, ড. মোঃ শহিদুল হক, মোঃ আবুল কালাম আজাদ, সামসাদ সাত্তার, মোঃ রাকিব হাসান, আতিফা আনজুমান ও শাওন পান্থ।

এছাড়া কর্মশালায় উপস্থিত থেকে অনুষ্ঠানটি প্রাণবন্ত করেছিলেন চট্টগ্রাম এডিটরস ক্লাব’র সহ সভাপতি শেখ মুহাম্মদ আরিফ (চট্টগ্রাম খবর), সহ-সাধারণ সম্পাদক মাহতাব উদ্দীন চৌধুরী (সকালের চট্টগ্রাম), অর্থ সম্পাদক মো জসীম উদ্দীন চৌধুরী (ইজতিহাদ), সদস্য মোহাম্মদ আইয়ুব ( দৈনিক চট্টগ্রাম পোস্ট) ও মুহাম্মদ শফিউল আলম (সাপ্তাহিক এজাহার) ও দি পিস’র সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।

কর্মশালা উদ্বোধন করতে গিয়ে ওসমান গনি বলেন, পরিচয় পর্বের মাধ্যমে জানলাম, এখানে কেউ বড় কোন হাউজের না, কিন্তু গণতন্ত্র বলতে একটা কথা আছে। ছোট ছোট বালু থেকেও বড় কিছু হয়। আপনারা জানেন ব্রিটিশ ভারত থেকে শুরু করে যত আন্দোলনে সংগ্রাম সক্রিয় ছিলেন ছোট ছোট কমিউনিস্ট পার্টি গুলো।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান বলেন অনেক সময় মনে হয় সংবাদপত্র না পড়লে দিনটা শুরু হতো না। সকালের নাস্তার চেয়ে সংবাদপত্র বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠে। আর সেই জিনিসটা আপনারাই তৈরি করেন। আপনাকে ভালো সাংবাদিক হতে হলে পাঠকের মন জয় করতে হবে।

সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্য সার্টিফিকেট ও প্রশিক্ষিকদের মধ্য সম্মাননা ক্রেষ্ট প্রদানের পর অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালার পরিসমাপ্তি ঘটে।

শেয়ার করুন-
More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla