1. banglapostbd@gmail.com : admin :
  2. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
  3. admin@purbabangla.net : purbabangla :
রাঙ্গুনিয়া রাণীর হাটে ব্যবসায়িদের কল্যানে কাজ করছে বাজার সমবায় সমিতি: একান্ত সাক্ষাৎকারে মো:জাহেদুল আলম চৌধুরী - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম শহরে বি-বাড়িয়া গেস্ট হাউসে এসব কী হচ্ছে? কর্ণফুলী থানার ওসির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বিচারের দাবীতে মানববন্ধন টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ হাজার পিস ইয়াবা জব্দ বহু আলেম ও হাফেজ তৈয়ারী দ্বীনি প্রতিষ্ঠান ১২০ বছরের বোয়ালিয়া ঐতিহ্যবাহী ইসলামিয়া বড় মাদ্রাসা ইতিহাসের লানত পড়বে তাদের উপর যারা আবারো বিজয়টাকে ব্যর্থ করার মিশনে নেমেছেন – হাসনাত কাইয়ূম নূর সোপ নামে চট্টগ্রামে অবৈধ অনুমোদনহীন সাবান ও ওয়াশিং পাউডার তৈয়ারীর কারখানা যার রিজিক যেখানে লেখা আছে, সেটাই ঘটে আলহামদুলিল্লাহ সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকা সাবেক ভূমিমন্ত্রী জাবেদ, তার ভাইবোন ও স্ত্রী সহ ৩১ জনের বিরুদ্ধে দুদকের মামলা ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত খুলতে লাগবে আয়কর রিটার্ন

রাঙ্গুনিয়া রাণীর হাটে ব্যবসায়িদের কল্যানে কাজ করছে বাজার সমবায় সমিতি: একান্ত সাক্ষাৎকারে মো:জাহেদুল আলম চৌধুরী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

সমীরণ বড়ুয়া

উত্তর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় রাঙ্গামাটি মহাসড়কের পাশ ঘেষে অবস্থিত ঐতিহ্যবাহী রাণীরহাট। এ রাণীরহাটের ব্যবসায়ী ও ক্রেতা বিক্রেতাদের কল্যাণে বাজার সমবায় সমিতি নানামুখী উন্নয়ন পরিকল্পনার প্রকল্প বাস্তবায়নের লক্ষে নানা উদ্যোগ গ্রহণ করছে বলে জানিয়েছেন রাণীরহাট ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাঙ্গুনিয়া উপজেলার শাখার নির্বাহী সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী  মোহাম্মদ জাহেদুল আলম চৌধুরী।
তিনি গতকাল ২৬ মার্চ, বুধবার বিকেলে রাণীরহাটে বাজার সমিতির কার্যালয়ে সাপ্তাহিক পূর্ববাংলা পত্রিকা ও চ্যানেলকে দেওয়া এক সৌজন্য সাক্ষাৎকারে এ পরিকল্পনা ও উন্নয়ন প্রকল্প উদ্যোগের কথা জানান।
তিনি বিগত ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের ১৬ বৎসর দু:শাসন আমলে এ রানীরহাট বাজারের কোনো উন্নয়ন হয়নি বলে উল্লেখ করে বলেন,বিগত সরকারের মন্ত্রী, এম পি, দলীয় নেতা কর্মীরা হাজার কোটি টাকা লুটপাটের রাজনীতি করেছে।স্থানীয় হাট বাজার ও রাস্তা ঘাটের কোনো উন্নয়ন করেনি। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, গত ৫ আগষ্ট ফ্যাসিবাদ সরকার ক্ষমতা হারানোর পর ৬ আগষ্ট রাণীর হাট বাজারের ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর ৩২ সদস্য বিশিষ্ট নয়া কমিটি গঠন করা হয়। এ নতুন কমিটি গঠনের পর থেকে বাজারের চুরি,ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি নিমুল করেছে। ব্যবসায়িদের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য ৫ জন নিরাপত্তা প্রহরী ও ১ জন অফিস সহকারী নিযোগ দিযেছে। এ বাজারের আভ্যন্তরিণ সড়কের উন্নয়ন কর্মকান্ড,পরিষ্কার, পরিচ্ছন্নতার দ্রুত ব্যবস্থার উদ্যোগ নিয়েছে। এ ছাড়া ও গবাদি পশু গরু, ছাগল, মহিষ, ভেড়া, পাখি, হাঁস, মুরগী জবাইয়ের জন্য একটি কসাইখানা নির্মাণ, একটি পাবলিক টয়লেট নির্মাণ, সুপেয় পানীয় জলের জন্য গভীর নলকুপ স্থাপনের লক্ষে এ বাজার সমবায় সমিতি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। তাছাড়াও বাজারের ক্ষুদ্র কুটির শিল্প ও অন্যান্য ছোট মাঝারি শিল্প কলকারখানায় ব্যবহৃত দুষিত বর্জ্য পদার্থ ও ময়লা আর্বজনা সমূহ ফেলার জন্য বাজারের অদুরে সুবৃহৎ ডাষ্টবিন স্থাপনের পরিকল্পনার কথা জনাব জাহেদুল আলম চৌধুরী পুন:ব্যক্ত করেন। তিনি আরো জানান, বর্তমানে এ বাজার সমবায় সমিতির আওতায় ৭০০শত দোকান পাট রয়েছে। বর্ষাকালে, এ বাজারের বৃষ্টির পানি নিষ্কাশনের লক্ষ্যে বাজারের চারপাশে পাকা ড্রেন নির্মান করবে বলে জানান। তিনি পবিত্র ঈদকে সামনে রেখে বাজারে ক্রেতা – বিক্রেতাদের নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনীর টহল কড়া নজরদারি ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন।এ সাক্ষাৎকার প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাণীরহাট বাজার সমিতির সচিব জনাব মোহাম্মদ ইয়াছিন আরাফাত, স্বেচ্ছাসেবক দল রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়ন শাখার আহবায়ক জনাব মোহাম্মদ জসিম উদ্দিন লিটন,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক জনাব রেজাউল করিম। তারা রাণীরহাট বাজার সমিতির পক্ষ থেকে প্রিয় দেশ বাসীর প্রতি পবিত্র ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন।
এ সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের বিশেষ সংবাদদাতা সমীরণ বড়ুয়া।

শেয়ার করুন-
More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla