মোঃ জাহাঙ্গীর আলম
বন্ধ পাটকল কারখানা হাফিজ , গুল আহমদ , এম এম , আর আর ,এস কে এম,গালফ্রা হাবিব জুটমিলের যৌথ উদ্যোগে ২৩ এপ্রিল সকাল ১১টায় বন্ধ মিলগুলো চালু দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকেরা। এইসময় তারা ন্যায্য পাওনা আদায়ের কথাও বলেন।
নুর ইসলাম মেম্বার এই মানববন্ধনে সভাপতিত্ব করেন ।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর, পাঠ শ্রমিক দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক সালামত উল্লাহ , আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ নুর ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির ইদ্রিস মিয়া ও শ্রমিক দলের সভাপতি নুরুন্নবী, বিএনপির বাঁসবাড়িয়া ইউনিয়ন সহ সভাপতি শাহাজান, আলমগীর মেম্বার , দিদারুল আলম, হারুনুর রশিদ, বিলকিস মেম্বার ও রেজিয়া বেগম এই মানববন্ধনে নেতৃত্ব দেন।
কুমিরা আহমদ জুটমিলের সভাপতি আবুল বাশার , সাবেক সভাপতি লোকমান হোসেন, শ্রমিক দলের সভাপতি ফখরুল ইসলাম ও জানে আলম বাবুল এই মানববন্ধনে উপস্থিত ছিলেন ।