বদলী ও নিয়োগের আদেশ বাতিলের মানবিক একটি আবেদন করেছেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগে কর্মরত ফরেস্টার মোঃ মামুন মিয়া। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব বরাবরে প্রধান বন সংরক্ষকের মাধ্যমে ৭ মে ২০২৫ এই আবেদন করেন তিনি।
আবেদনের পত্র নং হলো ২২.০১.০০০০.০০৭.০৫.৩৪৭.২৫.৮১৪। আবেদন সুত্রে জানা গেছে, ফরেস্টার মামুন মিয়াকে চট্টগ্রাম বন অঞ্চলের দক্ষিণ বন বিভাগ থেকে বরিশাল কোস্টাল সার্কেলে বদলী করা হয়। চাকুরীর শুরু থেকে খুলনা সার্কেলের সুন্দরবন পূর্ব বন বিভাগরে দুর্গম এলাকায় ৯ বছর চাকুরী করেন সততা ও দক্ষতার সাথে ।এরপর কক্সবাজার উত্তর বন বিভাগের ঝুঁকিপূর্ণ এলাকায় ৮ বছর সুনাম ও দক্ষতার সাথে চাকুরীও করেন।
চাকুরীর সুবাধে চকরিয়া থেকে বিয়ে করেন তিনি। চার বছরের বিবাহিত জীবনের গত ৩ মাস আগে তিনি প্রথম সন্তানের জনক হন। তার গ্রামের বাড়ী ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায়। মামুন মিয়া আবেদনে বলা হয় ‘আমার বর্তমান কর্মস্থলে আমি ছাড়া আমার স্ত্রী সন্তান দেখার কেউ নেই। নবজাতকসহ দুর্গম কোস্টাল অঞ্চলে গেলে আমার সন্তানের শারিরিক সমস্যার সম্মুখিন হবার আশঙ্কা থাকবে। এই অবস্থায় আমি বরিশাল কোস্টাল সার্কেলে চলে গেলে আমার তিন মাসের ছোট মাসুম বাচ্চার দেখাশুনা করা কষ্ট সাধ্য হয়ে পড়বে। তা ছাড়া আমার স্ত্রী আগামী ডিসেম্বরে চট্টগ্রাম কলেজের মাস্টার্স পরীক্ষার্থী। এ ছাড়া আমি ইতিপূর্বে কোস্টাল ম্যানগ্রোভ সুন্দরবন অঞ্চলের দুর্গম এলাকায় দীর্ঘ ৯ বছর চাকুরী করার পরও আমাকে আবারো উপরোক্ত সূত্র মূলে কোস্টাল সার্কেল বরিশালে বদলী করা হয়েছে। তাই আমার পারিবারিক সমস্যার বিষয়টি বিবেচনা করে মানবিক কারনে বদলী আদেশ বাতিল পূর্বক আমাকে চট্টগ্রাম সার্কেলে পূর্নবহাল করে চাকুরী সুযোগ দানে প্রয়োজনীয় ব্যবস্থা প্রহনের জন্য মহোদয়ের নিকট বিনীতভাবে আবেদন করছি।’