সঙ্কটকালীন প্রস্তুতি ও নিরাপত্তা সহযোগিতা বিষয়ে গুরুত্বারোপ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বিপিএম-এর সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় সিএমপি সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
চার সদস্যের অস্ট্রেলিয়ান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অস্ট্রেলিয়ান ডিফেন্স অ্যাডভাইজার Commander Glenn Suffolk, RAN। সফররত দলটি অস্ট্রেলিয়া সরকারের Crisis Preparedness and Assurance Team (CPAT) কর্মসূচির আওতায় চট্টগ্রামে অবস্থান করছে।
সাক্ষাৎকালে চট্টগ্রাম মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক নিরাপত্তা, সঙ্কট মোকাবেলায় সিএমপির প্রস্তুতি এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সিএমপি কমিশনার অস্ট্রেলিয়ান প্রতিনিধিদলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বলেন, “বিশ্বব্যাপী নাগরিক সুরক্ষা ও জরুরি ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলেই আমরা বিশ্বাস করি।”
অস্ট্রেলিয়ান প্রতিনিধিদলও চট্টগ্রামে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা ও সিএমপির পেশাদারিত্বের প্রশংসা করেন। সাক্ষাতে সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) ও পিআর-এর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মাহমুদা বেগম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং হাইকমিশনের অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বিশেষ মন্তব্য:এই ধরনের সাক্ষাৎ আন্তর্জাতিক সহযোগিতা ও শহরভিত্তিক সঙ্কট প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে চট্টগ্রাম নগর ও বাংলাদেশের নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী ও সমন্বিত হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।