1. banglapostbd@gmail.com : admin :
  2. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
  3. admin@purbabangla.net : purbabangla :
ঠান্ডা মিয়ার গরম কথা ( ৩৪৫) নাহিদ ইসলাম সমীপে - পূর্ব বাংলা
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বহু আলেম ও হাফেজ তৈয়ারী দ্বীনি প্রতিষ্ঠান ১২০ বছরের বোয়ালিয়া ঐতিহ্যবাহী ইসলামিয়া বড় মাদ্রাসা ইতিহাসের লানত পড়বে তাদের উপর যারা আবারো বিজয়টাকে ব্যর্থ করার মিশনে নেমেছেন – হাসনাত কাইয়ূম নূর সোপ নামে চট্টগ্রামে অবৈধ অনুমোদনহীন সাবান ও ওয়াশিং পাউডার তৈয়ারীর কারখানা যার রিজিক যেখানে লেখা আছে, সেটাই ঘটে আলহামদুলিল্লাহ সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকা সাবেক ভূমিমন্ত্রী জাবেদ, তার ভাইবোন ও স্ত্রী সহ ৩১ জনের বিরুদ্ধে দুদকের মামলা ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত খুলতে লাগবে আয়কর রিটার্ন সিএমপি কমিশনারের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ আল আকাবা সমবায় সমিতির ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক ফরেস্টার মামুন মিয়ার মানবিক আবেদন

ঠান্ডা মিয়ার গরম কথা ( ৩৪৫) নাহিদ ইসলাম সমীপে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

মাননীয়,

 জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম সমীপে,

শ্রদ্ধেয় নাহিদ ভাইজানরে ,

গরম গরম কথার শুরুতে আমার লাখ কোটি সালাম জানিবেন। আশা করি, আল্লাহ মালিকের অপার মহিমায় ভালো থাকিয়া নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নানান ফর্মূলা তৈরী ও বাস্তবায়ন করিয়া ভালোই আছেন। আমিও গ্রাম বাংলার এক মফস্বল শহরে থাকিয়া দেশের ভবিষ্যতের কথা ভাবিয়া ভাবিয়াই নানান রকম চিন্তা করিয়া ছাগলের তিন নাম্বার বাচ্ছার মতো খাইয়া না খাইয়া বাঁচিয়া আছি।

 গেলবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সমীপে গরম কথা লিখিবার সময় এইবার আপনার সমীপে লিখিব বলিয়াছিলাম বলিয়াই আপনাকে লিখিতেছি বলিয়া রাগ করিবেন না বরং শত ব্যস্ততার মধ্যেও গরম কথাটুকু পড়িয়া দেখিবেন ও যাহা প্রয়োজন তাহা করিবেন আর ভুল হইলে নিজ গুনে মাফও করিয়া দিবেন।

ভাইজানরে,

আপনি হইলেন, বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা। আপনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের  দাবিতে  অসহযোগ কর্মসূচি এক দফা ঘোষণা করিয়াছিলেন ও সফলও হইয়াছেন। এই কারণে ২০২৪ সালে আপনার নাম টাইম  ১০০ নেক্সট তালিকায় অন্তর্ভুক্তও হইয়াছিল। গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতাও ছিলেন আপনি। বর্তমানে আপনি জাতীয় নাগরিক পার্টির আহবায়কের দায়িত্ব পালন করিতেছেন।

আপনি ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হইয়াছিলেন এবং ৯ আগস্ট ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাইয়াছিলেন ।  ১৬ আগস্ট আপনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবেও দায়িত্ব পাইয়াছিলেন।  জাতীয় নাগরিক পার্টিতে যোগদানের লক্ষ্যে আপনি ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার এর উপদেষ্টার পদ থেকে পদত্যাগও করিয়াছেন। আপনার পদদত্যাগের পিছনে অনেক রহস্য রহিয়াছে বলিয়া আপনার বিরুদ্ধের লোকেরা নানান কথা বলাবলিও করিতেছে।

ভাইজানরে ,

আপনাকে  লইয়া দেশজুড়িয়া গুজবের ফানুস উড়িতেছে। বিরুদ্ধীবাদীদের কথার শেষ নাই। যৌক্তিক ও অযৌক্তিক ও সত্য মিথ্যার মিশ্রণে নানান কথা গ্রামগঞ্জে, চায়ের দোকানে এমনকি অফিস আদালতেও চালু হইয়াছে। আপনারা নাকি পাকিস্তানের সমর্থক ও ইন্ডিয়ার বিপক্ষের লোক এমন সব নানান কথা। আবার অনেকে বলিতেছে শেখ হাসিনা ও তাহার মন্ত্রী, এমপি’রা পলাইতে পারিলেও আপনাদের নাকি পলানোর জায়গাও নাই। পাকিস্তান অনেক দুর ও ইন্ডিয়া আপনাদের জায়গাও দিবে না।  এই রকম কত কথা, কত গুজব ?  যাক, এখন এইসব বিষয় থাক । পরে সময় ও সুযোগ হইলে আবারও বলিব।

ভাইজানরে ,

সংস্কার ও রাষ্ট্র মেরামত লইয়াও জাতি বিভক্ত হইতেছে। বিএনপি দ্রুত নির্বাচন চাহিতেছে। কিন্তু এইদেশের অধিকাংশ সাধারণ মানুষ নির্বাচন ও ক্ষমতা লইয়া মাথা ঘামানোর চেয়ে সংসার লইয়া ভয়ানক ব্যস্ত। চাল ,সবজি, তেল, লবণ, পেঁয়াজ, ডিম, মাছ ও মাংসের হিসাব লইয়া সাধারণ জনগণ ভাবিয়া থাকে। মাঝখানে আলু ও শাক সবজির দাম কমিয়া যাওয়ায় হু হু করিয়া ড. ইউনুসের প্রশংসা বাড়িয়াছে। তখন সাধারণ মানুষ  বলিয়াছে ভোটের দরকার  নাই ইউনুস সরকার বহুত ভালো সরকার। মনে রাখিবেন,  সাধারণ জনগণ শান্তি থাকিলে দেশ ও বিদেশের যড়যন্ত্রকারী সুবিধা করিতে পারিবে না। সংস্কারের অর্থ একজনকে সরাইয়া অন্যজনকে একই চেয়ারে বসানো নয়। এইদেশে ‘যে যায় লংকায়, সে হয় রাবণ’ ।

নির্বাহী ক্ষমতা বলে সাধারণ মানুষের উপকার হয় এমন কিছু সংস্কার করুন যাহাতে নির্বাচিত সরকার আসিলেও তাহা পরিবর্তন করিতে না পারে। যেমন বিদ্যুৎ গ্রাহকেরা মাসে মাসে বিদ্যুৎ মিটারের বিল দিতে হয় কেন। টিএন্ডটির লাইন চার্জ কেন? গেজেটেড অফিসারের সত্যায়িত কপির নামে এত হয়রানী কেন ?  ইউপি সনদে টাকা /ফি কেন লাগে ? পাসপোর্ট করতে পুলিশ রিপোর্টের নামে হয়রানী কেন ? বিমান বন্দরে প্রবাসীদের লাগেজ যায় কোথায় ? নব্য / উদ্দোক্তরা নতুন কিছু করতে চাইলে তাহাদের ব্যাংকিং সুবিধা নাই কেন। কোটি কোটি টাকা ব্যাংক থেকে হাওয়া হইয়া যায় শিক্ষিত দেশপ্রেমিক সনদধারীরা ব্যাংক থেকে ঋণ পাই না এটা কেমন নীতি ? হাজার অনিয়ম রহিয়াছে এইসব বিষয়ে সংস্কার করুন, দেখবেন দেশের সাধারণ মানুষ ভোট চাইবে না আপনাদেরই চাইবে। ইশারায় সব কথা বুঝিতে হইবে।

আজ আর না। মঙ্গল ও সুস্বাস্থ্য কামনায় আপনারই গ্রাম বাংলার অখ্যাত ঠাণ্ডা মিয়া গ্রন্থনা ম. আ. হ । আগামী সংখ্যায় প্রধান উপদেষ্ঠা ড.ইউনুস সমীপে ঠান্ডা মিয়ার গরম কথা (৩৪৬) সম্প্রচার করা হইবে।

 

শেয়ার করুন-
More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla